প্রভু তুমি মহান
প্রভু তুমি মহান"প্রভু তুমি মহান, মহান, মহান, তোমার প্রেমে হৃদয় করে গান।আল্লাহু, আল্লাহু, আল্লাহু, তোমার নামে জপে জগৎ সবই।তুমি দাতা, তুমি খোদা, তোমার ইবাদতে শান্তি সারা।প্রভু তুমি মহান, মহান, মহান, তোমার প্রেমে হৃদয় করে গান।রহমান, রহিম, প্রভু তুমি, তোমার রহমতে, আমরা আশ্রয় পাই।তুমি আলো, তুমি পথপ্রদর্শক, তোমার আলোয় জীবন হয় উজ্জ্বল।প্রভু তুমি মহান, মহান, মহান, তোমার প্রেমে হৃদয় করে গান।তুমি মাফকার, তুমি ক্ষমাশীল, তোমার কাছে প্রার্থনা করি নতশীর।তুমি পরম দয়া, তুমি পরম প্রেম, তোমার ভালোবাসায় পূর্ণ জীবন হোক কেম।প্রভু তুমি মহান, মহান, মহান, তোমার প্রেমে হৃদয় করে গান।আল্লাহু, আল্লাহু, আল্লাহু, তোমার নামে জপে জগৎ সবই।
No comments